২৩ মার্চ, ২০১৭ ১২:২৯

বালিতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৪

অনলাইন ডেস্ক

বালিতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৪

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় বালি দ্বীপে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে তিন শিশুসহ চারজন আহত এবং অনেক ঘরবাড়ি, মন্দির, বিদ্যালয় ও সরকারি ভবনের ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্যোগ সংস্থা একথা জানায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, ডেনপাসার সিটি, জেমব্রানার বিভিন্ন এলাকা, ক্লুকুং, বাংলি, জিয়ানিয়ার ও কারাং আসেমে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া ও ভূতাত্ত্বি সংস্থা জানায়, বুধবার বালি দ্বীপের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর