২৩ মার্চ, ২০১৭ ১৪:৩০

সন্ত্রাসী হামলার পর লন্ডন মেয়রকে ট্রাম্পপুত্রের তিরস্কার

অনলাইন ডেস্ক

সন্ত্রাসী হামলার পর লন্ডন মেয়রকে ট্রাম্পপুত্রের তিরস্কার

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে বুধবারের সন্ত্রাসী হামলায় আক্রমণকারীসহ পাঁচজন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শহরটির মেয়র সাদিক খানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প।

 
নিজের টুইটারে সাদিক খানকে ব্যঙ্গ করে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘তুমি আমার সঙ্গে মশকরা করছ?’ এর পর সাদিক খানের বক্তব্যের একটি অংশ তুলে ধরে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘একটি বড় শহরে সন্ত্রাসী হামলা বসবাসেরই অংশ : সাদিক খান।'

এর আগে ২০১৬ সালে প্রকাশিত এক নিবন্ধে সাদিক খান নিউইয়র্কের পার্শ্ববর্তী চেলসিয়া বোমা হামলার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত থাকা, একটি বড় শহরে জীবনযাত্রার স্বাভাবিক অংশের মতোই। এক্ষেত্রে লন্ডনের প্রত্যাশা  সংগতিপূর্ণভাবেই সতর্কতা অবলম্বন করা।’

তবে লন্ডনে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। এসময় ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প এ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন। সিএনএন।

বিডি প্রতিদিন/২৩ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর