২৩ মার্চ, ২০১৭ ১৪:৪১

লন্ডনে হামলার ঘটনায় গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক

লন্ডনে হামলার ঘটনায় গ্রেফতার ৭

সংগৃহীত ছবি

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার ঘটনার পর বার্মিংহামে শহরের ছয়টি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার বিকালে হামলায় হতাহতের পর কয়েকশো গোয়েন্দা পুলিশ  রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা বলে জানান মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা মার্ক রৌলি। তিনি বলেন, হামলাকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দ্বারা উৎসাহিত হয়ে হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন। খবর বিবিসির।

এর আগে রৌলি বলেছিলেন, এই হামলার ঘটনা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে তারা মনে করছেন। তবে এখন বলা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীদের দ্বারা উৎসাহিত হয়ে সে এই হামলা চালিয়েছিল বলে ধারনা করছে পুলিশ। এ নিয়ে এর বিশদ কিছু জানান নি তিনি।

হামলার পর জরুরি এক বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সন্ত্রাসী হামলার ঘটনাকে অসুস্থ এবং বিকৃত মানসিকতার বলে অভিহিত করেছেন তিনি।

প্রসঙ্গত, লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে চালানো ওই হামলায় হামলাকারীসহ ৫ জন নিহত হয়। এতে আহত হয়েছেন ৪০ জনের মত।

বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর