২৩ মার্চ, ২০১৭ ১৪:৪৩

'রাজনীতি কোনো পেশা নয়, প্যাশন'

অনলাইন ডেস্ক

'রাজনীতি কোনো পেশা নয়, প্যাশন'

ভারতের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু রাজনীতিতে জড়িয়ে মন্ত্রী হয়েছেন। কিন্তু রাজনীতির পাশাপাশি অর্থ উপার্জনের খাতিরে টেলিভিশনের কাজও চালিয়ে যেতে চান। আর এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ঘোষণা দিয়েছেন, টিভির কাজ না ছাড়লে সিধুকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য দায়িত্বে দেয়া হবে।

এদিকে, নভজ্যোত সিং সিধুও ঘোষণা দিয়েছেন, টিভির কাজ তিনি চালিয়ে যাবেন। তার মতে, যারা তার টিভিতে কাজ করা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের জানা উচিত রাজনীতি কোনো পেশা নয়, এটা প্যাশন। নিজের ও সংসারের খরচের জন্য তিনি টিভি শো চালিয়ে যাবেন। দুর্নীতি থেকে দূরে থাকতেই তার এ সিদ্ধান্ত।

সিধুর দাবি, তার টিভি শো নিয়ে ভোটরদেরও কোনো সমস্যা নেই। এজন্যই তিনি ও তার স্ত্রী ছয় বার ভোটে জিতেছেন।

 
বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর