শিরোনাম
২৪ মার্চ, ২০১৭ ১০:০৮

লন্ডনে হামলাকারী খালিদ মাসুদ আসলে কে?

অনলাইন ডেস্ক

লন্ডনে হামলাকারী খালিদ মাসুদ আসলে কে?

ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলার ঘটনায় নিহত এক আততায়ীর পরিচয় প্রকাশ করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। পুলিশ বলছে, হামলাকারীর নাম খালিদ মাসুদ। ৫২ বছর বয়সী খালিদ মাসুদের জন্ম কেন্টে। কিন্তু তিনি বসবাস করতেন ওয়েস্ট মিডল্যান্ডসে।

বুধবার পার্লামেন্ট ভবনে ওই ঘটনার সময় এক পর্যায়ে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ বলছে, পুলিশের খাতায় অপরাধী হিসেবে খালিদ মাসুদের নাম আগে থেকেই ছিল। অস্ত্র রাখা এবং আক্রমণ চালানোর অভিযোগে এর আগেও তার সাজা হয়েছিল। বুধবারের হামলায় হামলাকারী ছাড়াও এক পুলিশ অফিসার সহ আরও তিনজন নিহত হন।

ওইদিন বিকেল পৌনে তিনটার সামান্য আগে হামলকারী খালিদ মাসুদ ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে ড্রাইভ করে যাওয়ার সময় তার গাড়ি তুলে দেন পথচারীদের ওপর। এসময় দুজন নিহত হয়, আহত হয় আরও বহু মানুষ। এরপর গাড়িটি এসে ধাক্কা দেয় পার্লামেন্ট ভবনের রেলিং-এ।

ছুরি হাতে গাড়ি থেকে বেরিয়ে এরপর হামলাকারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। সেখানে পুলিশ তাকে বাধা দিলে একজন নিরস্ত্র পুলিশ অফিসার কীথ পামারকে ছুরিকাঘাত করে সে। ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। নিহত হয় হামলাকারী খালিদ মাসুদও।

২০০৫ সালে লন্ডন আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী হামলার পর এটি ছিল লন্ডনে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা।

আন্তর্জাতিক ইসলামী জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট ইতোমধ্যে খালিদ মাসুদকে তাদের একজন 'সৈনিক' বলে দাবি করেছে।

এদিকে পুলিশের দাবি, গুলিতে দুই আততায়ীর মৃত্যু হয়৷ তবে আরও আততায়ীর লুকিয়ে থাকার সম্ভাবনাকে তারা উড়িয়ে দিতে চাইছেন না এখনই৷ সমগ্র ঘটনার তদন্ত চলছে৷

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর