২৪ মার্চ, ২০১৭ ১২:৩২

ভূমধ্যসাগরে নৌকাডুবি, শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শতাধিক শরণার্থী প্রাণ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে। ডুবে যাওয়া নৌকা দুইটিতে অন্তত ২৪০ জন শরণার্থী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

ভূমধ‌্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে এ ধরনের নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত ৫৫৯ জন নিহত হন। এছাড়া ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর