২৪ মার্চ, ২০১৭ ১৩:২০

এভারেস্টে রক্তদান শিবির

অনলাইন ডেস্ক

এভারেস্টে রক্তদান শিবির

হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। এতে রক্ত দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের। ২১ মে বসবে রক্তদানের শিবির। নেপালের রক্তদাতা সংগঠন আয়োজিত এ কর্মসূচি চলবে চলবে ২৭ মে পর্যন্ত।

১৮ মে রক্তদাতাদের কাঠমান্ডু থেকে নামচে বাজার হয়ে বেসক্যাম্পে নিয়ে যাওয়া হবে। দলের সঙ্গে থাকবেন আটজন চিকিৎসক। বিভিন্ন দেশের পর্বতারোহীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সময় এভারেস্ট অভিযানকে কেন্দ্র করে দেশ-বিদেশের অসংখ্য পর্বতারোহী আসবেন। উদ্যোক্তাদের আশা, এমন মহৎ উদ্যোগের কথা শুনে অনেকেই হয়ত রক্ত দিতে এগিয়ে আসবেন। সারা বিশ্বে রক্তদান আন্দোলন একটা নতুন মাত্রা পাবে। 

বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর