২৪ মার্চ, ২০১৭ ১৫:১১

বাংলাদেশের সঙ্গে বকেয়া সমস্যা সমাধানের অনুরোধ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের সঙ্গে বকেয়া সমস্যা সমাধানের অনুরোধ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের আগেই বাংলাদেশের সঙ্গে সমস্ত বকেয়া সমস্যা মিটিয়ে ফেলতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

বৃহস্পতিবার আগরতলায় বিমস্টেক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সমস্ত বিবাদ ও বকেয়া সমস্যাগুলি মিটিয়ে ফেলা উচিত। বাংলাদেশের মতো ভাল প্রতিবেশি দেশগুলির সঙ্গে বকেয়া সমস্যা না মিটিয়ে ফেললে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব নয়। এজন্য উভয় দেশকেই গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ভারত সফরে আসছেন শেখ হাসিনা। এই সফরকালে ভারতের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রসঙ্গ তুলেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, হাসিনার ভারত সফরের কথা মাথায় রেখেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উদ্বেগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

২০তম বিমস্টেক সম্মেলনে উপস্থিত ছিল বাংলাদেশ, ভুটান, নেপাল, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কার প্রতিনিধিরা। 

 
বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর