২৫ মার্চ, ২০১৭ ১০:০৭

ব্রিটিশ অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ব্রিটিশ অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব ট্রাম্পের

ফাইল ছবি

ব্রিটিশ অভিনেত্রী এমা থমসনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এমা থমসন। খবর ডেইলি মেইলের।

এমা থমসন বলেন, প্রেসিডেন্ট হওয়ার বেশ কয়েক বছর আগে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।

সুইডিশ টিভি চ্যানেল এসভিটির এক শোতে সাক্ষাৎকারে থমসন বলেন, ১৯৯৮ সালে লস এঞ্জেলেসে তার 'প্রাইমারি কালার্স' সিনেমার শুটিং করার সময় হঠাৎই তার ফোন বেজে ওঠে। ফোন কানে তুলতেই ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ বলে ওঠে, 'হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।'

অভিনেত্রী জানান, ১৯৯৫ সালে ফোনে ট্রাম্প তাকে ডিনারের দাওয়াত ও তার টাওয়ারে থাকার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় সবেমাত্র স্বামী কেনেথ ব্রানাগের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ওই প্রস্তাব তাকে আহত করে। তিনি বলেন, 'ওই মুহূর্তে বুঝতে পারছিলাম না আমি কি বলব।'

ট্রাম্পের সেই প্রস্তাবে তাকে ধন্যবাদ জানিয়ে থমসন বলেছিলেন, 'আচ্ছা, ঠিক আছে, আমি এক সময় আপনার সঙ্গে দেখা করব।' 


বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর