২৫ মার্চ, ২০১৭ ১১:১৮

মাংসের অভাবে বন্ধ ভারতের বিখ্যাত 'টুন্ডে কাবাবি'র দোকান

অনলাইন ডেস্ক

মাংসের অভাবে বন্ধ ভারতের বিখ্যাত 'টুন্ডে কাবাবি'র দোকান

উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর বন্ধ হয়ে গিয়েছে গরুর মাংসের কসাইখানা ও মাংস বিক্রির দোকান। সরকারের কসাইখানা বন্ধের নির্দেশের পর টানা চারদিন ধরে বাজারে মাংস নেই। মাংস না পাওয়ায় বিভিন্ন হোটেলে রান্না হচ্ছে না 'টুন্ডে কাবাবি'।

লক্ষ্ণৌয়ের আকবরি গেটের কাছে বিখ্যাত এক কাবাব দোকানের মালিকের বক্তব্য, গরুর মাংস পাওয়া না গেলে কী করে চলবে? আমরা যদি মাংসই কিনতে না পারি, তাহলে দোকান চালাব কী করে?

মহম্মদ উসমান নামে এক কসাইখানার মালিক বলেন, শুনেছি, কানপুরে মাছ আর মুরগিও বিক্রি হচ্ছে না। জানি না, এটা গুজব কি না। তবে, আকবরি গেট এলাকার সব গোমাংস বিক্রির দোকান বন্ধ করে দেয়া হয়েছে। যার জন্য লক্ষ্ণৌ স্পেশাল টুন্ডে কাবাবি আর তৈরি হচ্ছে না হোটেলে।

বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর