২৬ মার্চ, ২০১৭ ১৪:৫৩

গোয়ালঘরে সময় কাটালেন যোগী আদিত্যনাথ

অনলাইন ডেস্ক

গোয়ালঘরে সময় কাটালেন যোগী আদিত্যনাথ

সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছেন যোগী আদিত্যনাথ। ইতোমধ্যেই অবৈধ কসাইখানাগুলির ওপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার সকালে গোরক্ষপুরের একটি গোয়াল ঘরে বেশ কিছুক্ষণ সময় কাটান যোগী।  এসময় নিজে হাতে করে গরুদের খাবারও খাওয়ান তিনি। 

রবিবার আদিত্যনাথ জানান, “গরুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক। শুধু তার উত্তরপ্রদেশে নয়, গরুর প্রয়োজনীয়তা সকল কেন্দ্রেই একই রকম।”

উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী আরও বলেন, “গ্রামীন এলাকাতে গরুই বিভিন্ন মানুষের উপার্জনের উৎস। তাই তার সরকার গরুদের সুরক্ষা নিয়ে বিশেষ নজর রাখছে।” 

সম্প্রতি উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তা জাভিদ আহমেদ জানান, "রাজ্যের অবৈধ কসাইখানা গুলির বিরুদ্ধে শুধু পুলিশ প্রশাসনই পদক্ষেপ নিতে পারবে। সমাজের কোনও স্বঘোষিত গোষ্ঠী এর বিরুদ্ধে কিছু করতে পারবে না।"

 

বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর