২৬ মার্চ, ২০১৭ ১৫:৩১

মার্কিন বিমান হামলায় আল কায়েদার জঙ্গি নেতা নিহত

অনলাইন ডেস্ক

মার্কিন বিমান হামলায় আল কায়েদার জঙ্গি নেতা নিহত

ফাইল ছবি

পাকিস্তানে বহু হামলার পিছনে জড়িত এক আল কায়েদার জঙ্গি নেতা মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

আফগানিস্তানের পাকটিকা প্রদেশে মার্কিন বিমান হামলায় নিহত হয় কারি ইয়াসিন নামে ওই জঙ্গি নেতা। এই জঙ্গি নেতার পরিকল্পিত হামলায় দুজন আমেরিকার কর্মী সহ বহু নিরীহ প্রাণের বলি হয়েছে ।

কারি ইয়াসিন নামে এই জঙ্গি তেহরিক-ই-তালিবান এর সঙ্গে যুক্ত ছিল। ২০০৮ এর ২০ সেপ্টেম্বর ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে হামলার মূল চক্রী ছিল এই কারিই। এছাড়াও পাকিস্তানে বহু সন্ত্রাস হামলার তত্বাবধানে ছিল সে। ম্যারিয়ট হোটেলের হামলায় মৃতদের মধ্যে ছিলেন কয়েকজন আমেরিকার বাসিন্দাও।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটি টিমের বাসে যে হামলা চলে তার পিছনেও ছিল কারি ইয়াসিন। এই ঘটনায় ৬ জন পাকিস্তানি পুলিশকর্মী, দুজন অসামরিক কর্মী নিহত হন এবং শ্রীলঙ্কার ৬ জন খেলোয়ার আহত হন।

 
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর