২৭ মার্চ, ২০১৭ ১০:২৩

যোগী আদিত্যনাথের সামনেই কৃষকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক


যোগী আদিত্যনাথের সামনেই কৃষকের আত্মহত্যার চেষ্টা

ফাইল ছবি

একটা কেলেঙ্কারিই ঘটতে চলেছিল। ঋণের দায় ভাত সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক। তাও আবার কিনা গোরক্ষনাথ মন্দিরের সামনে। ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তখন মন্দিরের ভেতরেই ছিলেন। 

যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবারই প্রথম নিজের গড়ে আসেন। রবিবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এদিন ছিল যোগী আদিত্যনাথের সফরের দ্বিতীয় দিন।

জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া কৃষকটির নাম রাজকুমার ভারতী। বালিয়া জলার রাজপুর দেওরি গ্রামে তার বাড়ি। রবিবার তিনি গোরক্ষনাথ মন্দিরের সামনে এসে দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু প্রহরীরা তাকে আটকে দেয়। এই সময় নিজের গায়ে পেট্রল ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করেন রাজকুমার। তখন পুলিশকর্মীরা এসে ধরে ফেলেন। 

রাজকুমার জানিয়েছেন, চিকিৎসার জন্য ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এখন সেই ঋণ শোধ করতে পারছেন না। দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। কারও সাহায্য পাচ্ছেন না। তার পকেটে একটি চিঠি পাওয়া গেছে। তাতে সব কথা লিখে এনেছিলেন। থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে।

 

বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর