২৭ মার্চ, ২০১৭ ১১:৩৪

গো-বলয়ে মাংস বিক্রেতাদের অনির্দিষ্টকাল ধর্মঘট

অনলাইন ডেস্ক

গো-বলয়ে মাংস বিক্রেতাদের অনির্দিষ্টকাল ধর্মঘট

বেআইনি কসাইখানা বন্ধের নামে মাংস বিক্রেতাদের হেনস্থা করার অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে শুরু করেছে গো বলয়ের মাংস বিক্রেতারা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে এই অভিযোগে মাংস বিক্রেতাদের পাশে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের মৎস্য বিক্রেতারা।

সদ্য রাজ্যে বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ৷ কুর্সিতে বসেই তাঁর ফরমান, রাজ্যে বন্ধ করতে হবে কসাইখানা৷ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেন, রাজ্যে কসাইখানাগুলি বেআইনিভাবে চলছিল৷ তারপরেই শুরু হয় প্রশাসনিক পদক্ষেপ৷ বন্ধ হয় একাধিক কসাইখানা৷

কসাইখানা বন্ধ করা পদক্ষেপের জেরে রাজ্যের মাংস বিক্রেতারা প্রবল ক্ষতির মুখে পড়তে চলেছেন৷ জেলায় জেলায় চলছে অভিযান। তবে মুখ্যমন্ত্রীর দাবি আইন মেনে যে কসাইখানাগুলি চলছে তা বন্ধ করা হয়নি৷ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর