২৭ মার্চ, ২০১৭ ১২:৪২

শতাধিক ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

শতাধিক ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান


জলসীমা লঙ্ঘন করার অপরাধে শতাধিক ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। একই সঙ্গে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ১৮টি নৌকা। খবর এনাদুইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, রবিবার গুজরাতের কুচ জেলার ঝাখাউ উপকূল থেকে ওই সব জেলেদের আটক করে পাকিস্তান।আটক করা হয় তাঁদের। 

ন্যাশনাল ফিশওয়ার্কার্স ফোরামের সচিব মণীশ লোধারি জানান, ১৮টি নৌকায় চড়ে মাছ ধরতে বের হয়েছিলেন ১০০ জনেরও বেশি মৎস্যজীবী। আন্তর্জাতিক সমুদ্র সীমানার কাছে তাদের আটক করে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। এক মৎস্যজীবী কোনক্রমে পালাতে সক্ষম হন। ফিরে এসে তিনিই ঘটনার কথা জানান। ঠিক কত জনকে আটক করা হয়েছে তা জানতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মণীশ লোধারি।

নিজেদের জলসীমানায় প্রবেশের অভিযোগে এর আগেও একাধিক মৎস্যজীবীকে আটক করেছে পাকিস্তান। মার্চ মাসে ধাপে ধাপে আটক করা হয়েছে ২২৫ জনের বেশি ভারতীয় মৎস্যজীবীকে। এদিকে শুক্রবার ঝাখাউ উপকূল থেকে মাছ ধরার নৌকাসহ ৯ জন পাকিস্তানি নাগরিককে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গত মাসে পাকিস্তানের মাছ ধরার চারটি পরিত্যক্ত নৌকা আটক করেছিল বিএসএফ।

বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর