২৭ মার্চ, ২০১৭ ১৩:৫৪

ছেলের আশায় ১৫ বছরে ১০ সন্তান!

অনলাইন ডেস্ক

ছেলের আশায় ১৫ বছরে ১০ সন্তান!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'কন্যা বাঁচাও' আন্দোলনে যেন কুঠারাঘাত করলো কর্নাটকের এক পরিবার। পুত্র সন্তানের ইচ্ছায় ১৫ বছরের মধ্যে ১০ সন্তানের জন্ম দিলেন কর্নাটকের থুমাকুরু জেলার ওই দম্পতি। কন্যা সন্তান বাঁচাতে, তাদের অধিকার রক্ষার্থে সরকার যতই বলিষ্ঠ পদক্ষেপ নিক না কেন, বাস্তবটা যে সেই নিকষ অন্ধকারে ডুবে আছে তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কর্নাটকের এই পরিবার।

২০০২ সালে বিয়ে হয়েছিল কুরিকেনাহালির রিষনা এলাকার রামাকসনা এবং ভাগ্যাম্মার। প্রথম থেকেই পুত্রসন্তানের ইচ্ছা ছিল তাদের। ২০০৩ সালে প্রথম সন্তানের জন্ম দেন ভাগ্যাম্মা। কিন্তু মেয়ে হওয়ায় মন থেকে মেনে নিতে পারেননি। পুত্রসন্তানের ইচ্ছায় গত ১৫ বছরে নয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি কোদিগেনাহালির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশম সন্তানের জন্ম দিয়েছেন ভাগ্যাম্মা। অবশেষে পুত্রসন্তানের জন্ম হওয়ায় খুশি এই দম্পতি।

রামাকসনার কথায়, ‘‘আমি এবং আমার স্ত্রী প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের ছেলে হোক। তাই নয়টি মেয়ে হলেও আমরা ভেঙে পড়িনি। অবশেষে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন।’’

পুত্রসন্তানের জন্য রামাকসনা আর ভাগ্যাম্মার এই ধরনের অদ্ভুত আচরণে অসন্তুষ্ট প্রতিবেশীরাও।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর