২৭ মার্চ, ২০১৭ ১৪:৩৭

২০ ঘণ্টা কাজ করুন, না পারলে ছুটি নিন : যোগী

অনলাইন ডেস্ক

২০ ঘণ্টা কাজ করুন, না পারলে ছুটি নিন : যোগী

ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবার নিজের দলের মন্ত্রী ও নেতাদের কড়া ভাষায় সতর্ক করে দিলেন তিনি। দলের নেতা, মন্ত্রী, কর্মীদের রীতিমতো সতর্ক করলেন এই নেতা।

কোনও বিজেপি কার্মকর্তা কোনও ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বরং তরদের ঠিকাদারি কাজের ওপরে নজরদারি চালাতে হবে ও সেই সঙ্গে সরকারকে জানাতে হবে। যারা দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে পারবেন তাদেরকেই কর্মক্ষেত্রে আসিতে বলেছেন। বাকিরা ছুটি নিতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন। কোনও রকম আনন্দ-ফুর্তি করার সময় আর নেই।

বিপুল জয়ের পরে দলের দায়িত্ব বেড়ে গেছে। কেন্দ্রের যাবতীয় প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য সতর্ক থাকতে হবে বলে জানান যোগী। সাধারণ মানুষের অনেক দাবি। সেগুলো পূরণ করতে হবে। সেই সঙ্গে নিজেদের কাজে স্বচ্ছতা রাখতে হবে বলেও মনে করেন। মুখ্যমন্ত্রী কিংবা অন্য মন্ত্রী, যার যেমন পদ তার দায়িত্ব তত বেশি। সেই দায়িত্ব সকলকে পালন করতে হবে বলেও জানান। আগামী দু’বছর বিশ্রাম না নিয়ে কাজ করতে হবে। 


সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।


বিডি-প্রতিদিন/ ২৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর