২৭ মার্চ, ২০১৭ ১৪:৪৬

অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন ডেবি

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন ডেবি

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন ডেবি। উপকূলে থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে।

সোমবার এক সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার অ্যানাসতেসিয়া প্যালাস্কজুক জানান, এটি দেশটিতে ২০১১ সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ইয়াসির প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দেশটির আবহাওয়া বিভাগ মনে করছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার আগে এর তীব্রতা বেড়ে গিয়ে ক্যাটাগরি ৪ এর মধ্যে থাকতে পারে। এসময় ঝড়টি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগের বজ্র-বাতাসসহ প্রবাহিত হতে পারে বলে সতর্কতাও জারি করেছে করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্যালাস্কজুক আরও বলেন, সময় যত গড়াচ্ছে মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ ততোই কমছে। স্থানীয়দের উদ্দেশ্যে তার অনুরোধমূলক বার্তা, আমি মিনতি করে বলছি আপনারা কর্তৃপক্ষের সতর্কবার্তা শুনুন। এটা আপনার নিরাপত্তার জন্যই শুধু নয়, আপনাদের পরিবার ও সন্তানরাও এর আওতায় রয়েছে। 

তবে, কুইন্সল্যান্ডের অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে অস্বীকৃতি জানিয়েছে বলেও জানা গেছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর