২৭ মার্চ, ২০১৭ ২০:১৪

দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের ওপর হামলা, নিহত ৬: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের ওপর হামলা, নিহত ৬: জাতিসংঘ

সংগৃহীত ছবি

আফ্রিকার গৃহযুদ্ধে জর্জরিত দেশ দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ত্রাণকর্মীরা রাজধানী জুবা থেকে পূর্বাঞ্চলীয় পিবর শহরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ জন ত্রাণকর্মী।

দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান এগুয়েনে ওউসু জানান, গৃহযুদ্ধ শুরুর পর ত্রাণকর্মীদে ওপর পরিচালিত সবচেয়ে বড় হামলা এটি। তবে নিহত ত্রাণকর্মীরা কোন দেশের নাগরিক কিংবা তারা কোন সংস্থার হয়ে কাজ করছিলেন, এসব কিছুই জানানো হয়নি। এমনকি হামলার পেছনে কারা জড়িত তাও নিশ্চিত নয়।

জাতিসংঘের তথ্য মতে, ২০১৩ সালের ডিসেম্বরে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৯ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। সবশেষ গত ১৪ মার্চ স্থানীয় ইরোল শহরে জাতিসংঘের মানবিক সহায়তা বহরের ওপর হামলা হয়। এসময় একজন স্বাস্থ্যসেবা কর্মী ও এক রোগী মারা যান। তবে সাম্প্রতিক এ হত্যাকাণ্ডকে সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে ।কেননা একসঙ্গে ৬ জন ত্রাণকর্মী নিহতের ঘটনা এর আগে ঘটেনি

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধ, শরণার্থী সমস্যা ও সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে ২০১১ সালে স্বাধীনতাপ্রাপ্ত দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বর্তমানে দেশটির ১ লাখের বেশি মানুষ অনাহারে আছে। আরো ৫০ লাখ মানুষ অনাহারের মুখে সংকটাপন্ন দিন কাটাচ্ছেন। যা দেশটির মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর