২৮ মার্চ, ২০১৭ ১২:৩৪

জাপানের উপকূলে ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

জাপানের উপকূলে ভূমিকম্পের আঘাত

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো উপকূলের দক্ষিণ-পশ্চিমে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ৪১.৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ১৩৮.৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

জেএমএ জানায়, হোক্কাইডোর দক্ষিণ-পশ্চিমে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

আঞ্চলিক কর্মকর্তারা জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া জাপানের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতাও লক্ষ্য করা যায়নি।

বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর