২৮ মার্চ, ২০১৭ ১২:৩৭

আইএস মুক্ত হলো রাক্কা বিমান ঘাঁটি

অনলাইন ডেস্ক

আইএস মুক্ত হলো রাক্কা বিমান ঘাঁটি

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নিয়েছে সিরীয় কুর্দি ও আরব যোদ্ধাসহ মার্কিন সমর্থিত বাহিনী। আজ (২৭ মার্চ) বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

এ ব্যাপারে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও একটি পর্যবেক্ষক দল জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রক্কার তাবকা বিমান ঘাঁটি দখলে নেওয়া হয়েছে। 

নিজেদের ঘোষিত আইএসের ‘রাজধানী’ হিসেবে পরিচিত রাক্কার বিমান ঘাঁটি পুনর্দখলে নেওয়ার ঘটনা আইএসের বিরুদ্ধে পরিচালিত সিরীয় ও মার্কিন সমর্থিত যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার বিমান ঘাঁটি পুর্নদখলের লক্ষ্যে মার্কিন হেলিকপ্টার যোগে শত-শত যোদ্ধা আইএস মোকাবেলায় যুদ্ধ শুরু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর