২৯ মার্চ, ২০১৭ ২২:৫১

পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান ইরানের

অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান ইরানের

বিশ্বের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেওয়ার আহ্বান জানাল ইরান। জাতি সংঘে ইরানের রাষ্ট্রদূত গোলাম আলি খসরু এমনটাই আহ্বান জানিয়েছেন।
বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিধ্বংসী এই অস্ত্রের অস্তিত্ব যে কতটা বিপদজনক তা উপলব্ধি করতে পারে রাসায়নিক অস্ত্রের ভয়াবহ শিকার ইরান। পরমাণু অস্ত্রের বিপদ থেকে মানব জাতিকে রক্ষায় আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় অংশ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তিনি বলেন, কোন কোন দেশ পরমাণু নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক চুক্তি এবং আহ্বান উপেক্ষা করছে। এমন কি পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে তুলেছে। পরমাণু অস্ত্র এবং পরমাণু সন্ত্রাস রোধের কোন রাজনৈতিক সদিচ্ছা তাদের নেই বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর