৩০ মার্চ, ২০১৭ ০২:৩৯

ভারতে ৩ হাজার পর্নোগ্রাফি সাইট ব্লক!

অনলাইন ডেস্ক

ভারতে ৩ হাজার পর্নোগ্রাফি সাইট ব্লক!

ভারতে মোট ৩ হাজারের মতো পর্নোগ্রাফি সাইট ব্লক করে দিয়েছে মোদী সরকার! দেশটির সংসদে এমনটাই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার, লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবের মাধ্যমে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিশু পর্নোগ্রাফির অধিকাংশ সাইটগুলি বিদেশে থেকে প্রচার করা হয়। শুধু তাই নয়, এই সমস্ত সাইট মারাত্বক ক্ষতি করছে সমাজের।  তা খতিয়ে দেখার পরেই এগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এই বিষয়ে আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা জানাতে গিয়ে দেশটির কেন্দ্র জানায়, মহিলা ও শিশুর বিরুদ্ধে সাইবার ক্রাইম রুখতে একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্র।  যা বিশেষ প্রতিষ্ঠানিক পদ্ধতি অনুযায়ী মহিলা ও শিশুদের ওপর সাইবার ক্রাইমের ঘটনা রুখতে সাহায্য করবে। দেশটিতে পর্নোগ্রাফি সাইটের একটি তালিকা ইন্টারপোল-এর কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী কেন্দ্র সময়ে সময়ে বিভিন্ন সাইট ব্লক করতে থাকে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর