৩০ মার্চ, ২০১৭ ০৪:৩৭

তুরস্কের এই মা ছেলের খুনি পুত্রবধূকে ক্ষমা করে দিলেন!

অনলাইন ডেস্ক

তুরস্কের এই মা ছেলের খুনি পুত্রবধূকে ক্ষমা করে দিলেন!

সংগৃহীত ছবি

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে এক মা তার ছেলেকে হত্যাকারী পুত্রবধূকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি তিনি ছেলে হত্যার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত করেননি। তবে স্বামী হত্যার ঘটনায় বিচার এড়াতে পারেননি ওই নারী। আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে তার ছেলে সুয়াত ইলিকমেনকে ছুরিকাঘাত হত্যা করে পুত্রবূধ ইলিফ ইলিকমেন।

নিহতের মা হেসার জানান, ইলিফকে ক্ষমা করে দিয়েছেন কারণ তার ছেলে তার সঙ্গে যে আচরণ করেছে, একই আচরণ তিনি নিজের স্বামীর কাছ থেকেও পেয়েছিলেন। নিহত সুয়াত ও ঘাতক ইতিফ দু'জনেই মাদকাসাক্ত ছিলেন। একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তারা পরিচিত হন। পরে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর সুয়াত কোনো চাকরি খুঁজে না পাওয়ায় এ দম্পতির সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকে। এ অবস্থায় তাদের ঝগড়া হাতাহাতিতেও রূপ নেয়। তারা নিজেদের দুই বছরবয়সী ছেলেকে উপেক্ষা করতে থাকেন। হাতাহাতির জের ধরে একদিন স্ত্রী ইলিফ পুলিশকে ফোন করলে স্বামী-স্ত্রী উভয়কে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এতে ওই দম্পতির সম্পর্কের অবনতি ঘটে। পরে একদিন রাতে উভয়ের মধ্যে নোংরা গালাগালের ঘটনা ঘটলে ইলিফ ছুরিকাঘাত করে স্বামী সুয়াতকে মেরে ফেলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর