৩০ মার্চ, ২০১৭ ০৪:৪৬

'সংবাদ শিরোনাম' বিতর্কে ডেইলি মেইল!

অনলাইন ডেস্ক

'সংবাদ শিরোনাম' বিতর্কে ডেইলি মেইল!

বিতর্কিত শিরোনামের জেরে তুমুল সমালোচনার‌ মুখে ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেইল। গত রবিবার একটি বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টেরেসা মে এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। সংবাদপত্রের প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল দুই মহিলা নেত্রীর ছবি। কিন্তু ওই ছবির সঙ্গে দুই মহিলার পায়ের গড়ন নিয়ে যে শিরোনাম লেখা হয়েছে, সেটাকে অনেকেই কুরুচিকর বলে মনে করছেন।

শিরোনামটি ছিল, ‘‌নেভার মাইন্ড ব্রেক্সিট, হু ওয়ান লেগস–ইট’‌!‌ লক্ষ্যণীয় হল, ইংল্যান্ড ও স্কটল্যান্ড— দু’‌টি দেশই ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। ফের তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত কী না, তা নিয়ে ফের বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। এই নিয়ে টুইটারে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, এহেন কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত ডেইলি মেইল কর্তৃপক্ষের। ইংল্যান্ডের বিশিষ্ট সাংবাদিকদের অনেকেই নিন্দায় সরব হয়েছেন। কিংবদন্তি সাংবাদিক জেমস ওমেলি বলেছেন, ‘‌চটকদার শিরোনাম দেখতে অনেকের ভাল লাগে। সেটা রুচিসম্মত হল কি না, সেটি দেখাও কর্তব্য।’‌‌‌ সূত্র: আজকাল।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর