৩১ মার্চ, ২০১৭ ০৪:২৯

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন গ্রেফতার

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন গ্রেফতার

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই গ্রেফতার হয়েছেন। পার্ক গিউন-হাই হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের মধ্যে তৃতীয়, যিনি ফৌজদারি অপরাধে গ্রেফতার হয়েছেন।   

বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্টে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই তিনি গ্রেফতার হন। এর আগে তার গ্রেফতার চেয়ে সরকারি কৌসুলিরা আবেদন করেন।

মূলত রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম আসার পরপরই পার্কের বিরুদ্ধে রাস্তায় নামেন দক্ষিণ কোরিয়ার হাজারো সাধারণ জনতা। ক্ষমতা ব্যবহার করে তার বিশ্বস্ত সহযোগী চয় সুন-সিল বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করেছেন এবং অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

 

বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর