Bangladesh Pratidin

প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৭ ১৪:৩১ অনলাইন ভার্সন
আপডেট : ২১ এপ্রিল, ২০১৭ ১৭:১৪
রাম মন্দির নির্মাণে ইট নিয়ে অযোধ্যায় মুসলিমরা (ভিডিও)
দীপক দেবনাথ, কলকাতা
রাম মন্দির নির্মাণে ইট নিয়ে অযোধ্যায় মুসলিমরা (ভিডিও)

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই মন্দির নির্মাণে সহায়তা দিতে ইট বোঝাই ট্রাক নিয়ে অযোধ্যায় উপস্থিত হয়েছে মুসলিম করসেবক মঞ্চ (এমকেএম) এর সদস্যরা। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় কয়েক শতাধিক মুসলিম জড়ো হন অযোধ্যায়। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর বিশ্ব হিন্দু পরিষদের কাছে ইটগুলো হস্তান্তর করেন মুসলিম করসেবক মঞ্চের সদস্যরা। 

মুসলিম করসেবক মঞ্চ (এমকেএম) এর প্রেসিডেন্ট আজম খান জানান, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ, বাস্তি এবং সংলগ্ন এলাকা থেকে অযোধ্যায় পৌঁছায় মুসলিম করসেবকরা। মুসলিম করসেবক মঞ্চ ছাড়াও রাম মন্দির নির্মাণের পক্ষে সমর্থন জানিয়েছে মুসলিম করসেবক সঙ্ঘ, বারাণসীর মুসলিম মহিলা ফাউন্ডেশন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমর্থনে কয়েকদিন আগেই লক্ষ্ণৌয়ের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে খবরে আসেন আজম খান। 

রাম মন্দির ইস্যুটি 'স্পর্শকাতর' ও 'সংবেদনশীল' বলে অভিহিত করে গত মাসেই ভারতের সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল আদালতের বাইরে গিয়ে হিন্দু ও মুসলিম দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান করার। 

বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow