২৩ এপ্রিল, ২০১৭ ১৩:২০

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

অনলাইন ডেস্ক

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

ফ্রান্সের ৫ প্রেসিডেন্ট প্রার্থী

ফ্রান্সে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে আজ রবিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের জন্য নির্বাচনের ফলাফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কট্টর ডানপন্থী নেতা ম্যারিন লে পেন এবং মধ্যপন্থী এমানুয়েল ম্যাক্রোনের মধ্যেই ৭ মে’র দ্বিতীয় দফা নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোর অবস্থা থেকে মনে হচ্ছে পাঁচ প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদের সবারই দ্বিতীয় দফা নির্বাচনে অংশগ্রহণ করারসমূহ সম্ভাবনা রয়েছে।

আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হননি। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়াই-এর কারণ। সর্বশেষ জনমত জরিপগুলোর ফলাফলে মারিন ল্য পেন (৪৮) ও এমানুয়েল মাক্রোঁর (৩৯) মধ্যে রান-অফ ভোট হলে মাক্রোঁ জয়ী হবেন, আর তা হলে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করবেন তিনি। জয়ী প্রার্থী আগামী ১৪ মে-র মধ্যে প্রেসিডেন্ট ওঁলাদের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর