২৩ এপ্রিল, ২০১৭ ১৪:৪০

ফিলিপাইনে জঙ্গি বিরোধী অভিযানে ৪ বন্দুকধারী নিহত

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে জঙ্গি বিরোধী অভিযানে ৪ বন্দুকধারী নিহত

ফিলিপাইনের পর্যটন দ্বীপে সরকারি বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে চার বন্দুকধারী নিহত হয়েছেন। আজ রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বাহিনী একটি ইসলামি জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালায়। গ্রুপটি একটি গণঅপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়। নিহতরা আবু সায়েফ গ্রুপের বন্দুকধারী। এরা নৌকায় চড়ে চলতি মাসের গোড়ার দিকে মধ্যাঞ্চলীয় দ্বীপ বোহোলে এসেছিল। তারা বিপুল সংখ্যক পর্যটককে অপহরণের পরিকল্পনা করেছিল। 

সেনা ও পুলিশ বাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসায়াসে (মধ্যাঞ্চল) সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

বিবৃতিতে শনিবার বোহোলে সন্দেহভাজন চার অপহরণকারীর নিহতের কথা বলা হয়েছে।

সর্বশেষ এই অভিযানে তিন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে গেছে।

বোহোল পুলিশ বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, শনিবার দুপুরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সর্বশেষ সংঘর্ষটি হয়। 
ক্লারিন শহরের কাছের একটি গ্রামে এ সংঘর্ষ ঘটে।
    
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর