২৩ এপ্রিল, ২০১৭ ১৭:১৭

কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে শুক্লা

অনলাইন ডেস্ক

কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে শুক্লা

সংগৃহীত ছবি

‘দলবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার একদিন পর বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের সাবেক নেত্রী বরখা শুক্লা সিংহ। এর আগে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে ‘মানসিকভাবে অনুপযুক্ত’ বলায় শুক্রবার সকালে কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়। 

গতকাল বিকালে বিজেপির জাতীয় সহসভাপতি শ্যাম জাজু বরখা শুক্লাকে দলে স্বাগত জানান। কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর বরখা শুক্লা দাবি করেছিলেন তিনি আর কোনো দলে যোগ দেবেন না। তবে বিজেপিতে যোগ দেয়ার পর শুক্লা বলেন, কংগ্রেস তাকে দল থেকে বের করে দেয়ায় তিনি বিজেপিতে যোগ দিতে বাধ্য হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন তালাক নিষিদ্ধ করার বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন বরখা শুক্লা। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে তিন তালাকের বিষয়ে চিঠি লিখেছিলাম। কিন্তু আমার সাবেক দল আমাকে সে বিষয়ে কথা বলতে নিষেধ করে, নতুবা তারা আমাকে বহিষ্কার করবে বলে জানিয়েছিল। এখন কংগ্রেসের আসল চেহারা প্রকাশ পেয়েছে। আমি গভীরভাবে মর্মাহত এবং হতাশ যে, আমি ওই দলের সদস্য ছিলাম।’

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর