২৪ এপ্রিল, ২০১৭ ০৮:৩৮

ভিসার নিয়ম ভাঙায় ৩৮ ভারতীয়কে আটক করল ব্রিটেন

অনলাইন ডেস্ক

ভিসার নিয়ম ভাঙায় ৩৮ ভারতীয়কে আটক করল ব্রিটেন

সংগৃহীত ছবি

লেস্টার সিটির দু'টি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ জন ভারতীয়কে আটক করেছে ব্রিটেনের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের অফিসাররা। তাদের বিরুদ্ধে অভিযোগ, কারো ভিসার মেয়াদ পেরিয়েছে। আবার কেউ বেআইনি ভাবে পা দিয়েছেন। ভিসার নিয়ম রক্ষিত হয়নি কোনোভাবেই। 

জানা গেছে, এম কে ক্লোদিং লিমিটেড এবং ফ্যাশন টাইম, ইউকে লিমিটেড নামে এই দুটি সংস্থায় বহুদিন থেকেই কাজ করেন ভারতীয়রা। কিন্তু ভিসা পরীক্ষা করতে গিয়ে দেখা যায়  প্রায় প্রত্যেকেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে। তা আর পুনর্নবীকরণ করানো হয়নি। এই তালিকায় আছেন প্রায় তিরিশ জনের বেশি প্রবাসী ভারতীয়। তাদের মধ্যে নয় জন মহিলাও আছেন। এছাড়া, আরও সাতজন বেআইনিভাবেই ব্রিটেনে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন আধিকারিকরা।  

এ ব্যাপারে ব্রিটেনের তরফে জানানো হয়েছে, বেআইনি শ্রমিক নিয়োগ করা দেশের পক্ষে ক্ষতিকর। এতে কর প্রদানে যেমন কারচুপি হয় তেমনই যাদের চাকরি প্রয়োজন তাদের বঞ্চিত করা হয়। তাছাড়া সৎভাবে যারা ব্যবসা করেন তাদেরও ঠকানো হয় এই প্রক্রিয়ায়। তা রুখতেই বড় মাত্রায় এই অভিযান করা হয়।

বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর