২৪ এপ্রিল, ২০১৭ ১২:৫৪

ভারতে ২৫০ টাকার জন্য কিশোরকে হত্যা

অনলাইন ডেস্ক

ভারতে ২৫০ টাকার জন্য কিশোরকে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে মাত্র ২৫০ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ হারাতে হলো এক কিশোরকে। শনিবার পশ্চিমবঙ্গের হাওড়াতে বাজির টাকা নিয়ে বন্ধুর হাতে খুন হয় ১২ বছর বয়সী ওই কিশোর।

ক্রিকেট খেলাকে কেন্দ্রে করে দুই বন্ধু বাজি ধরেছিল। টাকার পরিমান মাত্র আড়াইশ'। খেলা শেষে এ নিয়ে বাধে গণ্ডগোল। আর এই আড়াইশ' টাকার জন্যই বন্ধুর হাতে প্রাণ হারায় বন্ধু। নিহত ও অভিযুক্ত কিশোরের বাড়ি হাওড়ার লিলুয়া পুলিশ স্টেশনের দাশপাড়া এলকায়।

পুলিশ জানায়, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে শনিবার নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা কানাইয়া পোশন বলেন, 'আমার ছেলের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচ নিয়ে অন্য আরেক কিশোর বাজি ধরে। ম্যাচ শেষে ওই কিশোর বাজিতে হেরে যায়। পরে সে বাজির টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে আমার ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। পরে ওই কিশোর আমার ছেলেকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে।'


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর