২৫ এপ্রিল, ২০১৭ ০১:৫৯

পাকিস্তানের শিব মন্দিরে পুজার অনুমতি পেল হিন্দুরা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের শিব মন্দিরে পুজার অনুমতি পেল হিন্দুরা

সংগৃহীত ছবি

পাকিস্তানের অ্যাবোটাবাদের শিবমন্দিরে হিন্দু নাগরিকদের পুজা করার অনুমতি দিল পেশোয়ার হাইকোর্ট। গত ২০ বছর ধরে বন্ধ ছিল এই মন্দিরটি।  মূলত ধর্মীয় কাজকর্মের জন্য ওই জমি এবং মন্দিরের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল।  কিন্তু সেই সমস্যা আপাতত মিটে যাওয়াতে পুজা করার অনুমতি হাইকোর্ট।

একটি হিন্দু স্বেচ্ছাসেবী সংস্থা বালমিক সভার প্রধান শ্যাম লাল জানান মন্দিরটি তৈরি হয়েছিল ১৭৫ বছর আগে। এই স্বেচ্ছাসেবী সংস্থা দাবি করে যে, ভারত পাকিস্তান ভাগাভাগির পর থেকেই ১৯৬০ সাল পর্যন্ত তারা এই মন্দিরটির দেখভাল করেছে। এরপর ক্যান্টনমেন্ট বোর্ড অফ অ্যাবোটাবাদ (সিবিএ) এই মন্দিরসহ অন্যান্য হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। আট বছর আগে এই মন্দিরে শুধুমাত্র প্রার্থনা করার অনুমতি দেয় সিবিএ।

২০১৩ সালে এই সিবিএ-এর বিরুদ্ধে আদালতে আবেদন করে বালমিক সভা। অবশেষে আবার এই মন্দিরে পুজা শুরু হবে বলে ঘোষণা করে পেশোয়ার হাইকোর্টের বিচারপতি আতিক হাসান।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর