২৫ এপ্রিল, ২০১৭ ১১:১৭

সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউজে ডাকলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউজে ডাকলেন ট্রাম্প!

মার্কিন সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউজে ডাকলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার ব্যাপারে ব্রিফিং দিতেই হোয়াইট হাউজে ট্রাম্পের এই জরুরি তলব বলে জানা যায়। সম্প্রতি উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ব্যাপারে ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

আগামীকাল বুধবার হোয়াইট হাউজে অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সিনেটের ১০০ সদস্যের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও উপস্থিত থাকবেন।

আমেরিকার ইতিহাসে পুরো সিনেটকে হোয়াইট হাউজে ডেকে নেয়ার ঘটনা এটাই প্রথম। এ কারণে এই ব্রিফিংয়ে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নিবে, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বিশ্বের পর্যবেক্ষক মহল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর