২৫ এপ্রিল, ২০১৭ ১৪:৫০

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রশংসায় আমেরিকা

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রশংসায় আমেরিকা

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের ভূমিকা ইতিবাচক বলেই মনে করছে আমেরিকা। আর তাই চীনের প্রশংসাতেও পঞ্চমুখ তারা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসর বলেন, চীন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আগামীদিনেও সেই ভূমিকাতেই তাকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন চীন যদি উত্তর কোরিয়ার রাশ টানার বিষয়ে এগিয়ে না আসে তাহলে আমেরিকা একাই এই বিষয়ে পদক্ষেপ নিতে পিছপা হবে না।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার মিসাইল, রকেট পরীক্ষা নিয়ে চিন্তিত আমেরিকা-চীন-জাপান। বর্তমান পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকা, চীনের সাহায্যের ওপরই ভরসা রাখছে। তবে উত্তর কোরিয়া আমেরিকার দিকে বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। গত বছর জানুয়ারিতে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। ট্রাম্পের হুমকি সত্ত্বেও উত্তর কোরিয়া পিছিয়ে আসেনি। এই বিষয় নিয়ে জাতিসংঘে অভিযোগও করা হয়। আর এবার আশঙ্কা, পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে আরও একধাপ এগিয়ে যেতে পারে উত্তর কোরিয়া। তাই তাকে প্রতিহত করতে আমেরিকা তার রণনীতি পরিবর্তনের দিকেও জোর দিচ্ছে।

সূত্র: কলকাতা২৪

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর