২৫ এপ্রিল, ২০১৭ ১৭:১২

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট ম্যাকরন নাকি লে পেন!

অনলাইন ডেস্ক

ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট ম্যাকরন নাকি লে পেন!

সংগৃহীত ছবি

কে হচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট মধ্যমপন্থী ইম্যানুয়েল ম্যাকরন নাকি প্রথম নারী হিসেবে মেরিন লে পেন। আগামী ৭ মে রান-অফে দ্বিতীয় দফা ভোটাভুটিতেই সে উত্তর জানা যাবে। কারণ ওই দিনই প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া ম্যাকরনের মুখোমুখি হবেন দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট দলের নেতা মেরিন লে পেন।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হওয়ায় উদার মধ্যপন্থী রাজনীতিক, ‘এগিয়ে চলো’ আন্দোলনের জনক ইম্যানুয়েল ম্যাকরনকেই এগিয়ে রাখছেন নির্বাচন বিশ্লেষকরা। 

রাজনীতিতে নবাগত ৩৯-বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাকরনের পেছনে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই। নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ভাষণে নিজেকে ‘দেশপ্রেমী ফরাসির প্রথম পছন্দ’ হিসেবে অভিহিত করে ম্যাকরন বলেন, আমি আশাবাদী, আগামী ১৫ দিনের মধ্যে আপনাদের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছি। কট্টর জাতীয়তাবাদী হুমকির মুখে থাকা দেশপ্রেমিক ফ্রান্সের সব জনগণের প্রেসিডেন্ট হওয়াই আমার মূল উদ্দেশ্য।

প্রথম দফার ভোটে উদারপন্থী ম্যাকরন পেয়েছেন ২৩.৮ শতাংশ ভোট। পক্ষান্তরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডানপন্থী লে পেন পেয়েছেন ২১.৫ শতাংশ ভোট। ১৯ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে এ দুজনের পরই রয়েছেন ফ্রান্সের শীর্ষ ডান এবং বামপন্থী প্রার্থীরা। এদিকে রান-অফে লে পেনের উত্থান প্রতিহত করার লক্ষ্যে ইতোমধ্যেই ম্যাকরনের প্রতি সমর্থন ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। চলমান পরিস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, কোনো রাজনৈতিক দলের সমর্থন ব্যতিরেকে উঠে আসা ম্যাকরনই এবার হতে যাচ্ছেন ফ্রান্সের ইতিহাসে কনিষ্ঠতম প্রেসিডেন্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর