২৫ এপ্রিল, ২০১৭ ১৭:৫৭

২৪ ঘন্টার মধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষায় নামতে পারে উত্তর কোরিয়া!

অনলাইন ডেস্ক

২৪ ঘন্টার মধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষায় নামতে পারে উত্তর কোরিয়া!

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রকাশ্যে আসার পর, পিয়ংইয়ং-এর পরবর্তী পদক্ষেপ যে আরও বৃহত্তর হতে চলেছে, দক্ষিণ কোরিয়াসহ আরও অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করছে।

নিজের সামরিক ক্ষমতার প্রদর্শনের জন্য উত্তর কোরিয়া সাধারণত বিশেষ কয়েকটি তারিখ বা সুযোগ বেছে নেয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, সম্ভবত, পিয়ংইয়ং মঙ্গলবার তার আর্মি ফাউন্ডেশন ডে-তে ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা বা আইসিবিএমের প্রথম পরীক্ষা করতে চলেছে। এমনকি কিম জং উন জানিয়েছিলেন আইসিবিএম লঞ্চ করতে আর খুব বেশি দেরি নেই৷

এদিকে উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সহায়তা নেওয়ার ব্যাপারেই মনযোগী। চীনের সাহায্যেই উত্তর কোরিয়াকে চাপে ফেলার রণনীতি সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

সিওলের প্রতিরক্ষামন্ত্রীর মতে, উত্তর কোরিয়া যে কোনও সময় বড় ধরনের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর