২৫ এপ্রিল, ২০১৭ ১৯:৪৭

বৃহস্পতিবার রাশিয়া যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রাশিয়া যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মস্কো সফরে  যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার মস্কো পৌঁছাবেন জাপানের এ শীর্ষ নেতা।

এ সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন আবে। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, সবকিছু ঠিক থাকলে আসছে বৃহস্পতিবার মস্কো সফর করবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক হবে মস্কোতে।

বর্তমানে কোরীয় উপদ্বীপকে কেন্দ্র করে বিশ্ব শক্তিগুলোর মধ্যে চরম দ্বন্দ্ব চলছে। যেকোন মুহূর্তে যুদ্ধ শুরুর সম্ভাবনাও রয়েছে। প্রতিবেশী জাপানও এর বাইরে নেই। বিরোধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান অন্যতম শক্তিশালী একটি পক্ষ। অন্যদিকে উত্তর কোরিয়াকে সমর্থন দিচ্ছে চীন ও রাশিয়া।

এমন পরিস্থিতিতে আবের মস্কো সফর বেশ গুরুত্ব পাচ্ছে। সফরকালে কোরীয় পরিস্থিতি নিয়ে আলোচনা হবে পুতিন ও আবের। বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুও। 

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর