২৬ এপ্রিল, ২০১৭ ০১:২৩

মোসুলে প্রকাশ্যে ১৫ জনকে ফাঁসি দিল আইএস

অনলাইন ডেস্ক

মোসুলে প্রকাশ্যে ১৫ জনকে ফাঁসি দিল আইএস

ফাইল ছবি

ইরাকের মোসুল শহরে প্রকাশ্যে ১৫ জন নিরীহ নাগরিককে ফাঁসি দিল ইসলামিক স্টেট। এই শহরটি থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের পুরোপুরি মুছে দিতে মার্কিন সেনাদের সঙ্গে জোট করে প্রবল আক্রমণ চালাচ্ছে ইরাকি-কুর্দিস বাহিনী।

মোসুল পুরোপুরি হাতছাড়া হওয়ার আগে আতঙ্কের পরিবেশ আরও বাড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। মোসুলের বেশকিছু অংশ এখন তাদের হাতছাড়া। যে অংশ জঙ্গিদের দখলে রয়েছে সেখানে নির্বিচারে নিরীহ নাগরিকদের খুন করা হচ্ছে। যদিও ধীরে ধীরে জঙ্গি কবলিত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে জোট সেনা।

ধর্মীয় শাসন কায়েম করার আজুহাত দেখিয়ে শিশু ও মহিলাদের প্রায়ই খুন করছে আইএস। এমন খবর নিশ্চিত করেছে ইরাকি সেনারাই। সেরকমই খুনের নজির তৈরি করতে এবার আই এস একসঙ্গে ১৫ জনকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। তবে নিহতের সংখ্যা ঠিক কত তা জানা যায়নি।

বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর