২৬ এপ্রিল, ২০১৭ ০৫:২৯
খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেনের

জনসমর্থন কমছে ট্রাম্পের

অনলাইন ডেস্ক

জনসমর্থন কমছে ট্রাম্পের

ফাইল ছবি

উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র সংঘাতময় পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে আস্থা হারানোর রিপোর্ট প্রকাশ হল। টাইম-সার্ভেমাংকি এই রিপোর্ট দিয়েছে৷ তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি  আস্থা হারাচ্ছেন দেশবাসী।  

টাইম-সার্ভেমাংকি এর রিপোর্ট অনুযায়ী, ২৫ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখার সক্ষমতা ট্রাম্পের নেই। গত ফেব্রুয়ারি মাসে চালানো সমীক্ষায় ট্রাম্পের প্রতি আস্থা পোষণকারী ছিলেন সংখ্যা ৩১ শতাংশ। সেই হিসেবে ৬ শতাংশ জনসমর্থন কমছে ট্রাম্পের।

নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে অনেক সমস্যার সমাধান করা হবে। তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছিলেন যা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে সমর্থন কমছে ট্রাম্পের।

তবে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট অভিবাসী আইন শক্ত করেছেন। পাশাপাশি H1B ভিসার নিয়ম আরও কড়া করেছেন। যার জেরে মার্কিন মুলুকে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যেও কমছে ট্রাম্পের জনপ্রিয়তা।

 


বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর