২৬ এপ্রিল, ২০১৭ ০৯:৫২

দ. কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

দ. কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষাব্যবস্থা দ্যা টার্মিনাল হাই-অলটিচুড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় সহযোগিতা করবে বলে দাবী করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম সংবাদসংস্থা ইউএনহ্যাব নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এই খবর প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতেই এ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। ইউএনহ্যাব নিউজ এজেন্সি আরও জানিয়েছে, ‌‌‌'থাড' দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা সেওংজু এক গলফ ক্লাবের পাশে স্থাপন করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর