২৬ এপ্রিল, ২০১৭ ১২:৩১

বিজেপির বিজয়রথ অব্যাহত

দীপক দেবনাথ, কলকাতা

বিজেপির বিজয়রথ অব্যাহত

সংগৃহীত ছবি

উত্তরপ্রদেশ জয়ের পর দিল্লি পুরসভার দখল নিতে চায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ২৩ এপ্রিল দিল্লির তিনটি পুরসভার (উত্তর, পূর্ব, দক্ষিণ) মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টি আসনে ভোট হয় (উত্তর ও পূর্ব দিল্লির একটি করে আসন বাদে)। 

বুধবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। এখনও পর্যন্ত ১৭৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ৪২টি আসনে এগিয়ে রয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৫টি আসনে।

ত্রিমুখী এই নির্বাচনে প্রথম থেকেই ফেভারিট ছিল বিজেপি। বুথ ফেরত জরিপেও বিজেপির জয়ের দিকে পাল্লা ভারী ছিল। এবার জয় পেলে এনিয়ে টানা তিনবার দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করবে মোদি-অমিত শাহের দল। 

এদিন সকালে বিভিন্ন আসনে দলের এগিয়ে থাকার খবর আসতেই বিজেপির কর্মী-সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। মিষ্টি খাওয়ার পাশাপাশি আতশবাজি পোড়ানো, রঙ খেলা কোনকিছুই বাদ যায় নি। অন্যদিকে হতাশা গ্রাস করে কংগ্রেস ও আপ শিবিরে। দলের পার্টি অফিসেও সেভাবে ভিড় ছিল না কংগ্রেস বা আপ কর্মীদের। 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর