২৬ এপ্রিল, ২০১৭ ১৩:২৫

উত্তর কোরীয় কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করলো ব্রিটেন

অনলাইন ডেস্ক

উত্তর কোরীয় কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করলো ব্রিটেন

বাজেয়াপ্ত হওয়া কোরিয়া ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশনের কার্যালয়।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের অভিযোগে এবার দক্ষিণ লন্ডনভিত্তিক উত্তর কোরীয় একটি ইন্স্যুরেন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটেন। এর আগে একই ধরনের উদ্যোগ নেয় জার্মানি। 

গত সোমবার 'নর্থ কোরিয়া টাইমস' এ খবর প্রকাশ করেছে। 

বাজেয়াপ্ত হওয়া প্রতিষ্ঠানটির নাম কোরিয়া ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্ল্যাকহিথ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে থাকে। 

এ প্রতিষ্ঠানটি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করে থাকে বলে অভিযোগ উঠেছে।

সূত্র : নর্থ কোরিয়া টাইমস অবলম্বনে। 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর