২৬ এপ্রিল, ২০১৭ ২১:২৮

কুলভূষণের মুক্তির জন্য পাকিস্তানের সামরিক আদালতে মায়ের আবেদন

অনলাইন ডেস্ক

কুলভূষণের মুক্তির জন্য পাকিস্তানের সামরিক আদালতে মায়ের আবেদন

ফাইল ছবি

কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড বাতিলের জন্য নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। আর এরইমধ্যে কুলভূষণের মা অবন্তি সুধীর যাদব পাক সেনা আদালতের মৃত্যুদণ্ডের এই রায়ের বিরুদ্ধে আবেদন করলেন।

অন্যদিকে, ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে এই বিষয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও আশ্বাস দিয়ে জানিয়েছেন, যাদবের মুক্তির জন্য যে কোনও পর্যায়ে যেতে পারে ভারত।

পাক আইন অনুযায়ী অবন্তি সুধীর যাদবের এই আবেদনের শুনানি হবে পাকিস্তানের কোর্ট অব আপীলে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর অনুমতির পরেই এই শুনানি সম্ভব।

আর যদি এই আবেদন খারিজ হয়ে যায় তাহলে শাস্তির বিরোধিতা জানিয়ে সিভিল কোর্টে আপীল করা যেতে পারে। এখনও পর্যন্ত পাকিস্তানি রাষ্ট্রপতির কাছে আবেদন করার পথ খোলা রয়েছে। পাশাপাশি বন্দি অদল-বদলের পথও রয়েছে, তবে সেক্ষেত্রে ইসলামাবাদ রাজি হলেই যাদবের মুক্তি সম্ভব।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর