২৭ এপ্রিল, ২০১৭ ০৭:১৩

আইএস নিধনে রাশিয়ার স্পেশাল ফোর্স সিরিয়াতে!

অনলাইন ডেস্ক

আইএস নিধনে রাশিয়ার স্পেশাল ফোর্স সিরিয়াতে!

আমেরিকাকে ঠেকাতে সিরিয়াতে আরও পদাতিক সেনা পাঠাচ্ছে রাশিয়া। মূলত আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্যেই রাশিয়ান স্পেশাল ফোর্সকে সিরিয়াতে পাঠানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, যেভাবে সিরিয়াতে আঘাত এনেছে আমেরিকা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যেই এই সিদ্ধান্ত রাশিয়ার।

সূত্রে জানা গেছে, দায়েশ, আইএসআইএল বা আইএস নামে পরিচিত সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেসব এলাকায় সিরিয় বাহিনী প্রচণ্ড লড়াইয়ে ব্যস্ত সেসব এলাকায় রুশ কমান্ডো বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। রুশ পদাতিক সেনা মোতায়েন সংক্রান্ত পরিকল্পনার কারিগরি দিকগুলো এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। দামেস্ক সরকার আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর