শিরোনাম
২৭ এপ্রিল, ২০১৭ ১৩:০৬

ইউনাইটেড এয়ারে এবার বিরল খরগোশের মৃত্যু

অনলাইন ডেস্ক

ইউনাইটেড এয়ারে এবার বিরল খরগোশের মৃত্যু

এশিয়ান যাত্রীকে টেনে-হিঁচড়ে নামানোর পর এবার নতুন বিতর্কে জড়ালো মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। বিমানে মারা গেছে তিন ফুট লম্বা দৈত্যাকার একটি বিরল খরগোস। নাম সিমন্স। এটি পৃথিবীর অন্যতম বড় খরগোশের একটি বলে জানা গেছে।

গত ২০ এপ্রিল এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আলোচনায় আসে গত বুধবার 'সান' নামের একটি দৈনিকে খবরটি প্রকাশের পর।
  
বিমান সংস্থাটির দাবি-  লন্ডন থেকে শিকাগো বিমানবন্দর পর্যন্ত খরগোশটি সুস্থভাবেই পৌঁছায়। যখন মালিকের হাতে খরগোশটি হস্তান্তর করা হবে তখন এটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
  
সিমন্সের পালক, প্লে বয় মডেল অ্যানেট এডওয়ার্ডস বলেন, 'আমি খরগোশ সিমন্সকে নিয়ে বিভিন্নস্থানে গেছি। কখনো কোনো সমস্যা হয়নি। ওই দিনও বিমানে ওঠার আগ পর্যন্ত সিমন্স পুরো সুস্থ ছিল। কিন্তু পরে তাকে মৃত হিসেবে পাওয়া যায়। আমার বিশ্বাস তার সঙ্গে খুব খারাপ একটা কিছু হয়েছে।' 
  
এদিকে খরগোশটির মৃত্যুর পর বিতর্ক ধামাচাপা দিতে খরগোশের মালিককে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল বিমান সংস্থাটি। তবে খরগোশটির মালিক তা নেননি। প্রিয় পোষা প্রাণিটির জীবন তিনি কোন অর্থমূল্যে বিক্রি করতে চান না। তিনি বিষয়টার শেষ দেখে ছাড়বেন বলেও জানান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর