২৭ এপ্রিল, ২০১৭ ১৩:১৯

খরচ বাঁচাতে ১২শ' কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল কোকা-কোলা

অনলাইন ডেস্ক

খরচ বাঁচাতে ১২শ' কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল কোকা-কোলা

সংগৃহীত ছবি

খরচ বাঁচাতে এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করল যুক্তরাষ্ট্রভিত্তিক কোমলপানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা। মূলত প্রতিষ্ঠানটির কোমল পানীয় পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। 

বুধবার কোকা-কোলার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় প্রায় ১ হাজার ২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এ ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে, চলবে ২০১৮ সাল পর্যন্ত।

কোকা-কোলা জানায়, চলতি বছরের ৩১ মার্চে সমাপ্ত প্রান্তিকে কোম্পানিটির কার্বোনেটেড পানীয় বিক্রি বিশ্বব্যাপী ১ শতাংশ কমেছে। তাই খরচ কমানোর মাধ্যমে অর্থ বাঁচানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোকা-কোলা। 

বর্তমানে কোম্পানিটি খরচ কমানোর মাধ্যমে বছরে ৮০ কোটি ডলার বাঁচানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০১৯ সাল নাগাদ বার্ষিক ৩৪০ কোটি ডলার বার্ষিক সঞ্চয়ের প্রত্যাশা করছে কোম্পানিটি। 

কোকা-কোলার ভবিষ্যত প্রধান নির্বাহী জেমস কুইন্সি বলেন, করপোরেট কর্মী হ্রাসের মাধ্যমেই অতিরিক্ত খরচ কমানোর অধিকাংশ অর্থ আসবে।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর