২৭ এপ্রিল, ২০১৭ ১৩:৪৬

মিয়ানমারে মালবোঝাই জাহাজডুবি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে মালবোঝাই জাহাজডুবি

মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের একটি বন্দরে বুধবার রাতে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে জাহাজটি ডুবে যায়। আজ বৃহস্পতিবার দেশটির সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানায়। খবর সিনহুয়া’র।

তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমভি শোয়ে লেত ওয়া নামের জাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডুবে যায়। এতে আট ক্রু সদস্য ছিলেন। জাহাজটি ইয়াংগুন-সিটওয়ে উপকূলীয় রুট হয়ে যাচ্ছিল। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ৭৩ হাজার ২৭৯ ডলারের ক্ষতি হয়।
এ ঘটনায় আইন অনুযায়ী ক্যাপ্টেনকে অভিযুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর