২৭ এপ্রিল, ২০১৭ ১৪:৫১

শত্রুদের হুঁশিয়ারি দিয়ে অগ্নি-৩ মিসাইল উৎক্ষেপণ করল ভারত

অনলাইন ডেস্ক

শত্রুদের হুঁশিয়ারি দিয়ে অগ্নি-৩ মিসাইল উৎক্ষেপণ করল ভারত

সংগৃহীত ছবি

ফের ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। বৃহস্পতিবার সকাল ৯ টা ১২ মিনিটে ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় অগ্নি ৩ মিসাইল।

ডিআরডিও-র সঙ্গে এই মিসাইল পরীক্ষা করে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ‘দ্য স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’ (SFC). মিসাইল পরীক্ষার জন্য বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই বিভাগ। অগ্নি ৩হল একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। অগ্নি-২ এর পরে তৈরি হয়েছে এই অগ্নি-৩। এর রেঞ্জ হল ৩৫০০ থেকে ৫০০০ কিলোমিটার। প্রতিবেশী দেশের অভ্যন্তরে ঢুকে শত্রুদের নিঃশেষ করতে সক্ষম এই মিসাইল।

এটি সাধারণ ও পারমাণবিক -দু’ধরনের অস্ত্র বহনে সক্ষম। দেড় টনের নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যায় এই মিসাইলে। অগ্নি-৩ মিসাইলটি লম্বায় ১৭ মিটার লম্বা, ২ মিটার চওড়া ও ৪৮ টন ওজনের। ২০১১ সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয় এই ব্যালিস্টিক মিসাইল।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর