২৭ এপ্রিল, ২০১৭ ২২:৫৯

উত্তর কোরিয়ায় হামলার জন্য মার্কিন রণতরীর পজিশন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় হামলার জন্য মার্কিন রণতরীর পজিশন

আমেরিকা যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়ার উপর হামলা করতে পারে। মার্কিন নৌবাহিনীর রণতরি কার্ল ভিনসন শেষ পর্যন্ত উত্তর কোরিয়ায় উপর হামলা চালানোর মতো দূরত্বে রাখা হয়েছে।

এই রণতরি মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ওয়ানের নেতৃত্ব দিচ্ছে। পরমাণু শক্তিধর পিয়ংইয়ংয়ের হুমকির মুখে এই গ্রুপটি ওকিনওয়ার পূর্বে ফিলিপাইন সাগরে অবস্থান নিয়েছে।  

মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যারিস দেশটির হাউজ আমর্ড সার্ভিস কমিটিকে এই তথ্য দিয়েছেন।

পরমাণু শক্তি চালিত কার্ল ভিনসনের সঙ্গে দুটি ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার রয়েছে। এটি আরো উত্তর দিকে সরবে বলে জানানো হয়েছে। এই বহরে ডুবোজাহাজ রয়েছে বলেও জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর